বাংলাদেশকে শেষ ম্যাচে ১৭০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের বোলিং এ অল্প রানেই আটকে যায় সফরকারীদের ইনিংস।
বাংলাদেশ দলের নতুন বোলার মুস্তাফিজের অনন্য নৈপূন্যে ওয়ানডের শেষ ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। ভারতের সাথে দারুন বোলিংয়ের পর আজ দুটি উইকেট নিয়েছেন এই তরুণ বোলার।
বৃষ্টি শেষে সন্ধ্যার পর মাঠ পরিস্কার করে শুরু হয় খেলা। ব্যাটিংয়ে নেমে রানের সংখ্যা বাড়াতে চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। বৃস্টি বিঘ্নিত ম্যাচে ১০ ওভার কেটে নিয়ে ৪০ ওভার খেলার সিদ্ধান্ত দিয়েছে ম্যাচ রেফারী।
টাইগারদের বোলিং তোপের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যস্ত ৪০ ওভারে ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে দ: আফ্রিকা।
বাংলাদেশ দলের পক্ষে অল রাউন্ডার সাকিব ৩টি মুস্তাফিজুর ২টি, রুরেল ২টি, মাশরাফি ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট লাভ করেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ জেপি ডুমিনি ৫১ রান করেন। এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মিলারকে আউট করে ওয়ানডে ক্রিকেটে দুশ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন। এর আগে সাকিব আল হাসান আজ দুশো উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। বাংলাদেশ দলে এখন রাজ্জাকের সাথে দুজন ক্রিকেটার দুশো উইকেট শিকারের রেকর্ডের অধিকারী।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখা হয়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সফরকারীরা ২৩ ওভারে চার উইকেটে ৭৮ রান সংগ্রহ করে। ক্রিজে ছিলেন ডুমিনি ও মিলার।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমলা বাহিনী। শুরুতেই মুস্তাফিজের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার ডি কক। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া দক্ষিণ আফ্রিকা ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দারুণ ইনসুইংগারে বোল্ড হয়ে যান ডি কক (৭)। পরে সাকিবের বলে আকাশে বল ভাসিয়ে দিয়ে মুশফিকের তালুবন্দি হন ডুপ্লেসিস (৬)। ১৪তম ওভারে হাশিম আমলাকে (১৫) ফিরিয়ে দিয়ে ২০০ উইকেট পূর্ণ করেন সাকিব। পরে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হন অধিনায়ক রুশো (১৭)।
তিনি ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। ৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রোববার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় টাইগাররা।