ঈদ উপলক্ষে চার হাজার টাকায় ট্যাব

Unknown
ঈদকে সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য নতুন নতুন অফার আর ছাড়ের ঘোষণা দিয়ে যাচ্ছে বিক্রেতারা। অফারের এ হাওয়া বিভিন্ন কৌশলে জামা-কাপড়ের বাজার থেকে শুরু করে প্রযুক্তি বাজারেও বইছে সমান তালে। ক্রেতাদের কাছে টানতে নানা কৌশল অবলম্বনের পাশাপাশি কমিয়ে আনা হচ্ছে পছন্দের জিনিসটির নির্ধারিত মূল্যও। এই ধারাবাহিকতায় আগামী ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা সিটির ইলেক্ট্রো ভিশন ৪ হাজার টাকায় সিম ছাড়া এবং ৫ হাজার টাকায় সিমসহ নতুন মডেলের ট্যাবলেট পিসি বিক্রির ঘোষণা দিয়েছে।

ঈদ উপলক্ষে চার হাজার টাকায় ট্যাব

‘ঈদের আনন্দ হোক আমাদের পণ্যের সাথে’ এ শ্লোগানকে সামনে রেখে ইলেক্ট্রা ভিশন দিচ্ছে এ অফার। চার কিংবা পাঁচ হাজার টাকার এ ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিট ক্যাট অপারেটিং সিস্টেমে। ৭ ইঞ্চি পর্দার এই ট্যাবের প্রসেসর রয়েছে ১.৫ গিগাহার্টজ এবং পিছনের ক্যামেরাতে রয়েছে ৩ মেগাপিক্সেল ক্ষমতায় ছবি তোলার শক্তি। আর সেলফি ক্যামেরায় পাওয়া যাবে ১.৫ মেগাপিক্সেল। ট্যাবটিতে র‌্যাম রয়েছে ৫১২ এমবি। ক্রয়ের পর থেকে ১ বছরের জন্য দেওয়া হবে বিক্রয়োত্তর সেবা। সাথে উপহার হিসেবে আরো পাওয়া যাবে একটি আধুনিক ডিজাইনের ট্যাবলেট স্ট্যান্ড।
এ ছাড়াও ঈদ উপলক্ষে ইলেক্ট্রো ভিশন থেকে লেনেভো, আসুস,আইনল, টুইনমস, হুয়াওয়ে, প্রেস্টিজিও ব্র্যান্ডের ট্যাব এবং স্যামসাং, নকিয়া, লেনোভো, জেনফোন, আইনল, হুয়াওয়ে, এলজি, অ্যালকাটেল, ম্যাক্সিমাস, সিম্ফনি, ওয়ালটন, জিওনি, মাইক্রোম্যাক্স, ওকাপিয়া, মাইসেল, লাভা, আমরা, এলিট মোবাইলসহ বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট পিসি ও স্মার্টফোন কিনলেই পাওয়া যাবে মূল্যছাড়ের পাশাপাশি আকর্ষনীয় উপহার।বিক্রেতারদের ছাড় এবং বিক্রিত পণ্যের সাথে উপহার বুঝে নেয়ার এ অফার গ্রহণের সুযোগ থাকছে আগামী চাঁদ রাত পর্যন্ত।
Google+ Pinterest