মাঝে কিছুদিন বিরত থাকলেও এ সময়ে এসে অভিনয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন অপি করিম। আসছে ঈদে তাকে তিনটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্যে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘এ শহর মাধবীলতার না’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে নাটকটিতে একটি মৌলিক গানের সমন্বয় ঘটান পরিচালক। এর জন্য শিল্পী হিসেবে অপিকেই বেছে নিলেন পরিচালক। গানটি গাওয়ার জন্য অপি একদিন সুর-তালের সঙ্গে সঙ্গীত চর্চাও করেন। অবশেষে গত ১৩ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানের শিরোনাম হচ্ছে- ‘ধূলোপড়া সময়’। সাগর জাহানের লেখা গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুন্তাসির তুষার। সঙ্গীতায়োজন করেছেন আহসান হাবিব ছবি। গান গাওয়া প্রসঙ্গে অপি করিম বলেন, ‘নাচ, গান, অভিনয়- এগুলো আসলে চর্চার বিষয়। খুব কঠিন একটি গান আমি কোনোরকম চর্চা ছাড়া গাওয়ার চেষ্টা করেছি। আমি নিজে গানটি গেয়ে সন্তুষ্ট নই। যদি শ্রোতা-দর্শকের ভালো লাগে তবে এটা আমার সৌভাগ্যই বলব।’ নাটকটি ঈদের তৃতীয়দিন রাত ৮টায় বাংলাভিশনে প্রচার হবে। এ নাটক ছাড়াও অপি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘ভূতের ভয়’ এবং শামীম শাহেদ পরিচালিত ‘হঠাৎ প্রিয়তমা’ নাটকে অভিনয় করেছেন।