![]() |
ফিল্মে অনেক ধৈর্য ধরতে হয় |
লাক্স তারকা থেকে চলচ্চিত্রের পথে হাঁটার ধারাবাহিকতায় মৌসুমী হামিদও রয়েছেন। তরুণীদের ভেতরে সবচেয়ে উচ্চতায় আছেন তিনি শারীরিকভাবেও। তবে নিজের এই উচ্চতা মৌসুমী তার ক্যারিয়ারেও গড়তে চান, নিজ মেধাগুণেই। সেই লক্ষ্যেই পথ হাঁটছেন একটু একটু করে।
এর ভেতরে অনন্য মামুনের দুটি ছবিতে কাজ করার পর সেই ছবি মুক্তি জটিলতায় আটকে আছে। এর পাশাপাশি কাজী মারুফের বিপরীতেও নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন।
অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও কাজ করছেন বেশ। নিজের ফিল্ম ক্যারিয়ার প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ফিল্মে তো অনেক ধৈর্য ধরতে হয়, সেই দিক থেকে সময় নিচ্ছি আমি। কাজ দিয়েই নিজেকে প্রমান করব।’ তবে চলচ্চিত্রে কাজের পাশাপাশি নাটকেও নিয়মিত মৌসুমী হামিদ।
এ বিষয়ে তার যুক্তি, ‘অভিনয় আর মডেলিংটাই যেহেতু শিখেছি, তাই প্রফেশনালি দুটিকেই খুব সিরিয়াসলি নিয়ে কাজ করতে চাই। আর নিজের অভিনয়ের শক্তি থাকলে অবশ্যই নাটকে অভিনয়টা কোনো বাধা হিসেবে আসে না।
Best Java, Android Games, Apps
Best Java, Android Games, Apps