আলোচিত সমালোচিত নবাগত অভিনেত্রী হ্যাপি। মাঝেমধ্যে খবরের শিরোনাম হন।
তাও বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে। সম্প্রতি তিনি হিজাব পরা শুরু করেছেন।
এরপর কয়েকদিন আগে তিনি তাবলীগে যান। রূপালী জগতের নায়িকা হলেও সম্প্রতি
ধর্মেও মতি ফিরেছে তার।
প্রথমবারেরমত তাবলীগে অংশ নিয়েছেন হ্যাপি। রোববার হ্যাপি তার সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন তাবলীগে গিয়ে একটি কোরআন
শরীফ উপহার পেয়েছেন তিনি।
হ্যাপীর স্ট্যাটাসটি পাঠকদের জন্যে তুলে ধরা হলো:
‘গতকাল তাবলীগে গিয়ে এই কোরআন শরীফ উপহার পেলাম। খুবই সুন্দর। দেখলেই
মনে শান্তি লাগে। এই পবিত্র কোরআন এখন দুর্লভ। কয়েক বছর আগে মক্কা মদিনায়
বাংলাদেশি হজ্ব যাত্রীদের সুবিধায় বাংলা ভাষায় অর্থ ও অনুবাদ করে ছাপানো
হতো,এখন হয় না। এই উপহার আমার কাছে সবচেয়ে দামি। সবাই বেশি বেশি কোরআন পাঠ
করুন এবং কোরআন যেই পথে চলতে বলেছে ঐ পথেই চলুন। মানবতার সব সমাধান একমাত্র
পবিত্র কোরআনে।’