গানের জগতে শোয়েব অাখতার

Unknown

বিশ্বের সেরা ফাস্টবোলার রাওয়ালডিন্ডি এক্সপ্রেস শোয়েব অাখতার এখন গানের জগতে প্রবেশ করেছন।
টেলিভিশনে তিন এখন গান গাইছেন।  ক্রিকেট জীবনে বল হাতে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের আতঙ্ক থাকলেও খেলার মাঠে অনেক বিতর্কিত ভূমিকার জন্ম দিয়ে প্রত্যাশার অনেক আগেই ক্রিকেট জগতকে বিদায় জানাতে হয়েছে আখতারকে।
ক্রিকেট ছাড়ার পর পাকিস্তানের একটি সার্ভিস দলের কোচের দায়িত্ব পালন ছাড়া ইদানিং টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন তিনি।
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন এবং ‘রাওয়ালডিন্ডি এক্সপ্রেস’ খ্যাত আখতারের এবার ‘গায়ক’ হিসেবে অভিষেক হতে যাচ্ছে। সিনেমার গানে প্লেব্যাক করছেন তিনি।
পাকিস্তানের জিও সুপার চ্যানেলে পরিবেশিত খবরে এ কথা জানানো হয়েছে। এই চ্যানেলে তার গান পরিবেশনের দৃশ্য দেখানো হয়।  

পাকিস্তানের দেশাত্ববোধক ‘সায়া-এ-খুদা এ জুলজালাল’ সিনেমাতে প্রথম গান রেকর্ড করে সঙ্গীত জগতে প্রবেশ ঘটেছে আখতারের।
বিধ্বংসী বাউন্সারের জন্য বিখ্যাত শোয়েব এখন দেশাত্নবোধক গান গাইবেন। সঙ্গীতে কেমন করে সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। 

      [নিচে ভিডিও]

Google+ Pinterest
Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট